রুশাইদ আহমেদ, ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা, শিক্ষক-কর্মকর্তাদের পোষ্য কোটা এবং খেলোয়াড় কোটা বাতিলের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার ও অন্যান্য আইনজীবীরা একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১% কোটা বহাল রেখে বাকি সব কোটা বাতিল করতে হবে। নোটিশে আরও বলা হয়, কোটা ব্যবস্থা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় বৈষম্যমূলক ও অযৌক্তিক এবং এটি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে।
নোটিশে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৮ (০৪) অনুচ্ছেদ অনুযায়ী নারী বা শিশুদের অনুকূলে বা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের উন্নতির জন্য বিশেষ বিধান করা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের ছেলে-মেয়েরা সেই মানদণ্ড পূরণ করে না।
নোটিশে দাবি করা হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং খেলোয়াড়দের জন্য কোটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য কোটা রাখা এবং খেলোয়াড় কোটা স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করে।
আইনজীবীরা জানিয়েছে, যদি নোটিশের মধ্যে কোনো ব্যবস্থা না নেয়া হয়, তবে তারা সুপ্রিম কোর্টে রিটসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
উল্লেখ্য, গতকাল ৪ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে আবেদন শুরু হয়েছে।
Leave a Reply