মোজাম্মেল হক হ্রদয়,বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রাত সাড়ে ১০ টার সময় রাজিবপুর বাজার থেকে তাকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
আজ ৪ নভেম্বর সোমবার সকালে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।
তিনি রাজিবপুর উপজেলার ধুলাউড়ি গ্রামের মৃত বাহার উদ্দিনের বড় ছেলে। তিনি এর আগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুব লীগের সাংগঠনিক সম্পাদক ,আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন কুড়িগ্রাম সংবাদকে বলেন, “এর আগে মাছ চুরির ঘটনার মামলার প্রেক্ষিতে গতকাল রাজিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুর রহমানকে গ্রেফতার করে আজকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।”
Leave a Reply