ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে মানব কল্যাণ ছাত্র সংগঠন কুড়িগ্রাম আয়োজন করেছে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। কুড়িগ্রাম ডিসি পার্কে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে সকাল থেকেই মানুষের ঢল নামে, বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, মানব কল্যাণ ছাত্র সংগঠন কুড়িগ্রাম ২০১৭ সালে যাত্রা শুরু করে, এবং শুরু থেকেই এই সংগঠন স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শুধু দিবস উপলক্ষে নয়, পুরো নভেম্বর মাস জুড়েই এই ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে বেশি বেশি মানুষ রক্তের গ্রুপ নির্ণয় করতে পারে এবং রক্তদানে উৎসাহিত হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় যে, রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তদানে সচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। তাঁরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে অনেকেই স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদানে আগ্রহী হয়ে উঠবে, যা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই মহতী উদ্যোগে অংশ নিতে আসা এক শিক্ষার্থী বলেন, “নিজের রক্তের গ্রুপ জানা এবং অন্যদের রক্তদানে সহায়তা করতে পেরে গর্বিত অনুভব করছি। এ ধরনের উদ্যোগ আরও প্রায়ই হলে মানুষকে রক্তদানে উৎসাহিত করা সম্ভব হবে।”
দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত সেবাগ্রহণকারীদের সুবিধার্থে বেশ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে, এবং অভিজ্ঞ স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানব কল্যাণ ছাত্র সংগঠনের এমন উদ্যোগ কুড়িগ্রাম জেলায় সচেতনতা সৃষ্টিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
মানব কল্যাণ ছাত্র সংগঠন কুড়িগ্রামের এই উদ্যমী কার্যক্রম তরুণ সমাজের মাঝে সেবামূলক মনোভাব গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply